বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিপুল অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার। পাহাড়ে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী তৎপর।
গতকাল ২৯ জুলাই, ২০২৫, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোর ৩টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের একটি দল নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি হয়। পরে সেনাবাহিনী এলাকা তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যন্ত্রপাতি উদ্ধার করে।
https://www.facebook.com/sogutbazarbd
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
- ১টি সাবমেশিনগান (SMG)
- ৩টি দেশীয় বন্দুক
- ১টি এলজি
- ১টি সাবমেশিনগানের ম্যাগাজিন
- ১টি পোচ
- ৭ রাউন্ড তাজা গুলি
- ২৫টি খালি খোসা (SMG)
- ১৭টি অন্যান্য খালি খোসা
- ২টি কার্তুজ
- ৪টি ওয়াকিটকি
- ১টি মটোরোলা সেট
- ৪টি ওয়াকিটকি চার্জার
- ২টি ক্যামেরা
- ১টি স্পাই ক্যামেরাযুক্ত সানগ্লাস
- ১টি স্পাই ক্যামেরা চার্জার
- ৩টি পেন ড্রাইভ
- ৪টি ইউপিডিএফ পতাকা
- ৫টি আর্ম ব্যান্ড
- ১২টি বিভিন্ন ধরনের বই
https://www.facebook.com/bnccvoice
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমাল রক্ষায় তারা বদ্ধপরিকর। যেকোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
📌 সূত্র: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ক্লিক
বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল)-এর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান। বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল)-এর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান।
কুষ্টিয়ার মিরপুরে স্কুল কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হামলা, আহত একাধিক জামায়াত কর্মী
