রিপোর্টার: ক্যাডেট ল্যান্স কর্পোরাল মাহদী মুজতাবা, কুষ্টিয়া জেলা স্কুল
সুন্দরবন রেজিমেন্টের বিএনসিসিওদের পদোন্নতি দেয়া অনুষ্ঠান সম্পন্ন।
গত ২৭.১০.২০২৪ তারিখে সুন্দরবন রেজিমেন্ট বিএনসিসিওদের পদোন্নতির তালিকা প্রকাশ করে।
এরই ধারাবাহিকতায় গত ০৪.১১.২০২৪ তারিখে সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্টে আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপ্রাপ্ত সকল বিএনসিসি ওদের র্যান্ক ব্যাচ পরানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান (এন.ডি.সি,পি.এস.সি) মহোদয় এবং সুন্দরবন রেজিমেন্টের সম্মানিত রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল কামরুল হাসান বিজিবিএম,পিবিজিএম(আর্টিলারি) মহোদয়। এবং তার সাথে আরো উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্ট এর সম্মানিত রেজিমেন্ট এ্যাডজুট্যান্ট মেজর পলাশ কুমার বিশ্বাস (ইএমই) স্যার এবং লেফটেন্যান্ট রুম্মান বিন ইসলাম স্যার, এক্সবিএন ফ্লোটিলা কমান্ডার খুলনা ফ্লোটিলা
মোট ১৫ জন বিএনসিসি ও পদোন্নতি পান, এবং ৪ জন পিইউও কমিশন লাভ করেন।
মেজর থেকে লে.কর্নেল পদে পদোন্নতি পান ১ জন
১. ড. মোঃ মতিউর রহমান-বরগুনা সরকারী কলেজ বরগুনা
For Your Online Shopping: SOGUT BAZAR Online Shopping
ক্যাপ্টেন থেকে মেজর পদে পদোন্নতি পান ৪ জন
১.মোঃ শাহ আলম ফরাজী-বাগেরহাট সরকারি মহিলা কলেজ, বাগেরহাট।
২.ড. মোঃ শাহিনুর রহমান-ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
৩.ড. মোঃ রবিউল ইসলাম-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ
৪.মোঃ এছাহক আলী-আশাশুনি সরকারি কলেজ, সাতক্ষীরা
For Your Online Shopping: Sogut Bazar
লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি পান ৪ জন
১.মোঃ ফজলুল হক খান-সরকারি ইয়াছিন কলেজ ফরিদপুর
২.এম আব্দুর রহিম-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর
৩.আনজুম সুলতানা-সরকারি ব্রজলাল কলেজ খুলনা
৪.মোঃ আনোয়ার হোসেন মৃধা-সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ, খুলনা
২/লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান ৬ জন
১.মোঃ শাহিদুল হাসান খান-মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ, মেহেরপুর
২.মোঃ কামরুজ্জামান-সরকারি চরফ্যাশন মহাবিদ্যালয়, ভোলা
৩.মোঃ রেজাউল করিম খান-সরকারি ব্রজলাল কলেজ খুলনা
৪.শেখ মিজানুর রহমান-খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খুলনা
৫.মোঃ রফিকুল ইসলাম-মেহেরপুর সরকারি মহিলা কলেজ
৬.মোঃ দরবেশ আলী-সরকারি গৌরনদী কলেজ বরিশাল
পিইউও থেকে ২/লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন ৪ জন।
১.মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২.মোঃ শরিফুল ইসলাম-ক্যান্টনমেন্ট কলেজ, যশোর
৩.মোঃ আলাউদ্দিন-কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া
৪.এম এম কবির আহমেদ-আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা।
সুন্দরবন রেজিমেন্টের বিএনসিসিওদের পদোন্নতি দেয়া অনুষ্ঠান সম্পন্ন। সুন্দরবন রেজিমেন্টের বিএনসিসিওদের পদোন্নতি দেয়া অনুষ্ঠান সম্পন্ন।
আরও দেখুন: সেকেন্ড লেফটেন্ট্যানেন্ট হলেন হাটহাজারী সরকারি কলেজের মো. আবু তালেব