রিপোর্টার: শাফিন আহমেদ শিহাব, বরিশাল
৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন ২০২৪।
আজ ২৬ অক্টোবর ২০২৪ খ্রি., সকাল ৯টায় বরিশালের বেলস পার্কে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহযোগিতায় আয়োজিত ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম।
তিনি প্রতিযোগিতা আয়োজকদের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের কমিশনার জনাব মোঃ শওকত আলী, বরিশাল রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জনাব মোঃ নাজিমুল হক, বরিশাল জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং অন্যান্য সম্মানিত অতিথিরা।