রিপোর্টার: ক্যাডেট ল্যান্স কর্পোরাল মাহদী মুজতাবা, কুষ্টিয়া জেলা স্কুল
সেকেন্ড লেফটেন্ট্যানেন্ট হলেন হাটহাজারী সরকারি কলেজের মো. আবু তালেব।
জনাব মো. আবু তালেব হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের কমান্ডার পিইউও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ পদে উন্নীত হয়েছেন।
আজ শনিবার (২৬ অক্টোবর) বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেওয়া হয়।
আগামী ১৬ নভেম্বর রেজিমেন্ট সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তার র্যাংক ব্যাচ পরিধান করানো হবে। তিনি হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এবং ২০১৬ সালের ২৯ মে পিইউও হিসেবে সেখানে যোগদান করেন।
২০১৭ সালের ১৫ জুন তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সফলভাবে সম্পন্ন করেন।
উল্লেখ্য, তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলা পর্যায়ে তিনবার ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।
সেকেন্ড লেফটেন্ট্যানেন্ট হলেন হাটহাজারী সরকারি কলেজের মো. আবু তালেব।
আরও দেখুন: পিরোজপুর ডিবি পুলিশের ইয়াবা কারবারি গ্রেপ্তার