রিপোর্টার: শাফিন আহমেদ শিহাব, বরিশাল
পিরোজপুর ডিবি পুলিশের ইয়াবা কারবারি গ্রেপ্তার সাথে ছিল ২০০ পিচ ইয়াবা ও ফেনসিডিল।
গতকাল ২৪/১০/২০২৪ তারিখে পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন-এর নেতৃত্বে ডিবি পুলিশের বিশেষ অভিযানে রাত ৮.৩০ টায় এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামির নাম মোঃ আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া (৫৫), পিতা-মৃত আনছার আলী শেখ, সাং-উত্তর নামাজপুর (দক্ষিণ বাইপাস), ৬ নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা, থানা ও জেলা-পিরোজপুর।
তল্লাশির সময় আসামির লুঙ্গির কোমরের ডান ও বাম পাশ থেকে দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় যার বাজারমূল্য ৮,০০০ টাকা। এছাড়া, বসতঘরের সামনে বাম পাশের বারান্দার মাঝের পিরার নিচ থেকে আসামির নিজ হাতে তুলে দেওয়া দুটি কালো জিপারে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য ৮০,০০০ টাকা, উদ্ধার করা হয়।
পিরোজপুর ডিবি পুলিশের ইয়াবা কারবারি গ্রেপ্তার সাথে ছিল ২০০ পিচ ইয়াবা ও ফেনসিডিল।
আরও দেখুন: ভোলায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ এর শুভ উদ্বোধন