জামালপুর বিআরটিসি এসি বাস উদ্ভোধন

রিপোর্টার: আব্দুল আল সাঈম, জামালপুর,সরিষাবাড়ী

জামালপুর বিআরটিসি এসি বাস উদ্ভোধন হয়েছে।
উদ্ভোধন করলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।

কুষ্টিয়া দৌলতপুরে adsPhoto
For Your Online Shopping: SOGUT BAZAR Online Shopping


এসময় আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া, জেলা বিএনপি নেতা মোঃ জহুরুল ইসলাম পিন্টু, বাস মিনিবাসের মালিক-শ্রমিকসহ অন্যান্য নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
২০-১০-২০২৪ রবিবার সকাল ৬:০০টা হতে নিয়মিত ঢাকা টু কল্যাণপুর চলাচল করবে।

সরিষাবাড়ী হতেঃ
সকাল ৬:০০টা, বিকাল ৫:০০টা
কল্যাণপুর হতেঃ
সকাল ৭:০০টা, সন্ধ্যা ৬:৩০টা

আরও দেখুন: সিউর সাকসেস স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং-এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *