রিপোর্টার: আব্দুল আল সাঈম, সরিষাবাড়ী (জামালপুর)
গ্যাস বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় সরিষাবাড়ীর রবিনের মৃত্যু।
গাজীপুর মহানগরের কাশিমপুরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আবু রায়হান রবিন (৩২) নামে এক যুবক মারা গেছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিহতের পরিবার নিশ্চিত করেছেন।
নিহত আবু রায়হান রবিন জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভার সাতপোয়া এলাকার
রেজাউল করিমের ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত দুই মাস পূর্বে ঢাকার ডেলটা এলপি গ্যাস কোম্পানিতে চাকরি নেয় আবু রায়হান রবিন। গত শুক্রবার রাত ৯ টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় শাইনপুকুর সিরামিক কোম্পানিতে এলপিজি গ্যাস লাইন মেরামতের কাজ করছিলেন রবিনসহ কয়েকজন শ্রমিক। এ সময় গ্যাস লাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আবু রায়হান রবিনসহ ছয় শ্রমিক অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আবু রায়হান রবিনের শরীলের ৪৪ শতাংশ দগ্ধ হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রবিনের মৃত্যু হয়।
নিহত রবিনের চাচা বিদ্যুৎ মিয়া বলেন, বাবা ছেলেসহ দু’জন ডেলটা এলপি গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে গ্যাস লাইনের মেরামত কাজের সময় গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে বাবা-ছেলেসহ কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে রবিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে মারা যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, গ্যাস বিস্ফোরণেরে সরিষাবাড়ীর একজন শ্রমিক মারা গেছে বিষয়টি তার জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি বলে জানান তিনি।