ইনসাফ ভিত্তিক সমাজ বির্ণিমানে তরুণদের করণীয় শীর্ষক “তারুণ্য সেমিনার ২০২৪”

রিপোর্টার: শাফিন আহমেদ শিহাব, বরিশাল

ইনসাফ ভিত্তিক সমাজ বির্ণিমানে তরুণদের করণীয় শীর্ষক “তারুণ্য সেমিনার ২০২৪”।

গত ১৭ অক্টোবর সম্পন্ন হলো, ইনসাফ ভিত্তিক সমাজ বির্ণিমানে তরুণদের করণীয় শীর্ষক “তারুণ্য সেমিনার ২০২৪”।

ইনসাফ ভিত্তিক সমাজ
ছবি: নিজেস্ব। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল।

এই সেমিনারে বরিশালের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকরাও এই প্রোগ্রামে জড়ো হয়। সুন্দর সমাজ জীবন বিনির্মানে এবং আগামীর তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এমন সেমিনার বরিশালে বার বার প্রয়োজন বলে জানিয়েছেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইনসাফ ভিত্তিক সমাজ বির্ণিমানে তরুণদের করণীয় শীর্ষক “তারুণ্য সেমিনার ২০২৪”

আরও দেখুন: বরিশালে গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতা উদ্বোধন

কুষ্টিয়া দৌলতপুরে adsPhoto

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *