বাঙলা কলেজ বিএনসিসি পেল নতুন মহিলা সিইউও

বাঙলা কলেজ বিএনসিসি’তে ৭ বছর পর নতুন একজন মহিলা সিইউও নিয়োগ পেলেন।

গতকাল, ৯ অক্টোবর ২০২৪, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি রুমী ভবনে ঢাকা ফ্লোটিলার বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন সিইউও পদে পদোন্নতি পাওয়া ক্যাডেটদের র‍্যাঙ্ক ব্যাজ প্রদান এবং পুরনো সিইউওদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ৭ বছর পর সরকারি বাঙলা কলেজ বিএনসিসি নৌ উইং-এর ১৪তম মহিলা সিইউও হিসেবে আলেয়া মোছাঃ রুবাইয়া পদোন্নতি লাভ করেন।

বাঙলা কলেজ বিএনসিসি
ছবি: সংগৃহীত

তিনি বাঙলা কলেজের বিএনসিসি নেভাল উইং-এর ৪৫তম সিইউও এবং ৪৯তম ক্যাডেট ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জনাব এ কে এম আনোয়ারুল ইসলাম (উত্তম), এক্স ক্যাডেট আন্ডার অফিসার (২য়, ১৯৯৬) সরকারি বাঙলা কলেজ, বিএনসিসি, নৌ উইং সহ বিভিন্ন জন তার পদন্নতিতে শুভেচ্ছা জানিয়েছেন। তার জীবনের সফলতা ও উন্নতি কামনা করেছেন।

বাঙলা কলেজ বিএনসিসি পেল নতুন মহিলা সিইউও

আরও দেখুন: বিসিএসএফ এর ত্রান সামগ্রী উপহার ও মেডিকেল ক্যাম্প ২০২৪

adsPhoto
For your online shopping

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *