সাবেক আইজিপি মামুন ও হাসিবুর কাউন্সিলর আবারো রিমান্ডে

সাবেক আইজিপি মামুন ও হাসিবুর কাউন্সিলর আবারো রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের একই মামলায় পাঁচ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে।

adsPhoto
অনলাইন কেনাকাটায় আপনার পছন্দ। এখানে ক্লিক করুন।

রোববার সকালে পুলিশ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অপরদিকে, আসামিদের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের রিমান্ড আংশিক মঞ্জুর করে আদেশ দেন।

adsPhoto

এর পূর্বে, ৩ সেপ্টেম্বর রাতে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ । মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যার মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ সেপ্টেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর হয়। এছাড়া ২৪ সেপ্টেম্বর রাজধানীর চাঁনখারপুল এলাকায় কিশোর মোহাম্মদ ইসমামুল হককে গুলি করে হত্যার অভিযোগে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবেক আইজিপি মামুন ও হাসিবুর কাউন্সিলর আবারো রিমান্ডে।

আরও দেখুন: শেয়ারবাজার কারসাজি : সাকিব কে জরিমানা ৫০ লাখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *