বিসিএসএফ এর ত্রান সামগ্রী উপহার ও মেডিকেল ক্যাম্প ২০২৪

বিসিএসএফ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব বাথানিয়া গ্রামে ত্রান সামগ্রী উপহার বিতরণ ‍ও মেডিকেল ক্যাপ পরিচালনা করেন। প্রায় একশর অধিক শিশু, মহিলা ও পুরুষ রোগীকে এসময় কিচিৎসা সেবা প্রধান করা হয়। ডাক্তারের ব্যবস্তা পত্র অনুযায়ী রোগীদের মধ্যে ফ্রি ঔষধ প্রদান করা হয়।

বাংলাদেশ ক্যাডেট সেফটি ‍যুব ফাউন্ডেশন (বিসিএসএফ) বৃহত্তর ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও কুমিল্লায় আকস্মিক বন্যায় জন জীবন ব্যহত হয়। তাদের সহায়তা প্রদানের জন্য বিসিএসএফ সদস্যরা ফান্ড সংগ্রহ করেন। মাদারীপুর ও বরিশাল জেলার বিসিএসএফ সদস্যদের ফান্ড দিয়ে বর্নার্তদের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি তিন বস্তা ব্যবহৃত পোষাক বিতরণ করা হয়।

বিসিএসএফ
ত্রান সামগ্রী উপহার বিতরণ করছেন জনাব হাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিসিএসএফ।

জনাব হাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জানান, আকস্মিক বন্যায় বৃহত্তর ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও কুমিল্লায় মানুষের ব্যাপক জান মালের ক্ষতি সাধিত হয়েছে। অনেকের সম্পদ বলে কিছুই নেই। আমরা সামান্য কিছু ত্রান নয় বরং উপহার সামগ্রী বিতরণ করতে পেরেছি। তিনি আরও জানান, এসময় বরিশাল জেলা ইউনিটের মেহেদী হাসান ও ঢাকা জেলার শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। চাল ৫ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল ১ কেজি, পেয়াজ ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ১টা, স্নো ১ টা, খাবার স্যালাইন ৫ টা এবং বিনা মূল্যে ঔষধ বিতরণ করেছি।

বিসিএসএফ
ত্রান সামগ্রী উপহার বিতরনের পর গ্রুপ ছবি

তিনি আরও জানান, আমরা ঢাকা থেকে একটি টিম পূর্ব বাথানিয়া এসেছি যা উপজেলা শেহর থেকে প্রায় ৫০ কিমি ভিতরে। এটি একটি প্রত্যন্ত এলাকা। এখানে তেমন কোন ত্রান সামগ্রী আসেনি। আমাদের টিম ১২০ পরিবারের মাঝে খাদ্য সমগ্রী করেছে। পাশাপাশি ১০০ অধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্য়ে ঔষধ বিতরণ করা হয়েছে।

SOGUT BAZAR ONLINE SHOPPING

বিসিএসএফ
ত্রান সামগ্রী উপহার বিতরনের পর গ্রুপ ছবি

এই ত্রান সামগ্রী উপহার ও মেডিকেল ক্যাম্প বাংলাদেশ ক্যাডেট সেফটি ‍যুব ফাউন্ডেশন (বিসিএসএফ) ও এমার্জেন্সি রেসকিউ টিম যৌথভাবে পরিচালনা করেছেন। এলাকার মানুষ তাদের সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।

বিসিএসএফ
ত্রান সামগ্রী উপহার ও মেডিকেল ক্যাম্প বাংলাদেশ ক্যাডেট সেফটি ‍যুব ফাউন্ডেশন (বিসিএসএফ) ও এমার্জেন্সি রেসকিউ টিম যৌথভাবে পরিচালনা

উল্লেখ্য, দেশে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হলে মাদারীপুর ও বরিশাল জেলার সাধারণ মানুষের থেকে এই অর্থ ও ব্যবহৃত পোষাক সংগ্রহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *