বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশন (বিসিএসএফ) মাদারীপুর জেলা ইউনিট পানিবন্দি মানুয়ের জন্য সহায়তা ফান্ড সংগ্রহ করছেন। বিসিএসএফ মাদারীপুর জেলার সদস্যরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিবন্দি মানুষের সহায়তা প্রদান করার জন্য অর্থ ও বস্ত্র সংগ্রহ করে যাচ্ছেন।
বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশন মাদারীপুর জেলা ইউনিট এর সদস্যরা স্কুল-মাদ্রাসা, হাট, বাজার, মহল্লা ও শহর বাসীর দ্বারে দ্বারে ঘুরে অর্থ ও বস্ত্র সহায়তা সংগ্রহ করে যাচ্ছে। সংগঠনে সদস্যরা দেশ ও মানবতার সেবায় নিজেদের যুক্ত রাখা দায়িত্ব ও সামাজিক কর্তব্য মনে করেন।
উল্লেখ্য, বৃহত্তর ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষীপুর জেলায় বন্যা শুরু হওয়া থেকে বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশন পানিবন্দি মানুষের সহায়তা প্রদানে ভুমিকা রেথে যাচ্ছেন।