নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার এই আদেশ দেন।
এর আগে পুলিশ জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকেও, যাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
জিয়াউল আহসানের আইনজীবী নাজমুন নাহার আদালতকে জানান, তাঁর মক্কেল কখনো ডিজিএফআইতে কর্মরত ছিলেন না এবং ‘আয়নাঘর’ তৈরি করেননি। তিনি বলেন, ফেসবুকে তাঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে এবং ৭ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ উল্লাহ খান বলেন, জিয়াউল আহসান গুম ও খুনের সাথে যুক্ত এবং ‘জেনোসাইড’-এর সাথে সংশ্লিষ্ট। তিনি আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন।
জিয়াউল আহসান আদালতকে জানান, তাঁকে ৭ আগস্ট বাসা থেকে নিয়ে যাওয়া হয় এবং তিনি কোনো আয়নাঘর বানাননি। তাঁর হার্টের ৭০ ভাগ ব্লকড এবং তিনি কখনো ধানমন্ডিতে যাননি। এনটিএমসি শুধুমাত্র ডিজিটালি গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে এবং তাঁর বিরুদ্ধে আগে কোনো মামলা হয়নি।
শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আজ শুক্রবার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক খুদে বার্তায় জানায়, জিয়াউল আহসানকে বৃহস্পতিবার গভীর রাতে খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিউমার্কেট থানার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।