সরিষাবাড়ীতে আন্তর্জাতিক শিশু দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার: আব্দুল আল সাঈম, জামালপুর,সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক শিশু দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে শিশু ও অভিভাবকদের নিয়ে সেমিনার, আলোচনা সভা, কুইজ, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আয়োজন করা হয়।

গত শনিবার (২৬ অক্টোবর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে অবস্থিত অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজিত হয়।

কুষ্টিয়া দৌলতপুরে adsPhoto
For Your Online Shopping: SOGUT BAZAR Online Shopping 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান বাদল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সরিষাবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের পরিচালনা পর্ষদের সদস্য শেখ হোসেন জামান। বিশেষ অতিথি ছিলেন অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের সদস্য সাইফুল ইসলাম ভূঁইয়া এবং নাট্যকার ফজলুল হক আকাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন রাব্বী এবং লাইব্রেরিয়ান আব্দুর রব (বকুল দা)। আলোচনা সভা পরিচালনা করেন অবকাশ পাবলিক লাইব্রেরী ও উৎকর্ষ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম।

কুষ্টিয়া দৌলতপুরে adsPhoto

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক শিশু দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আরও দেখুন: জিয়াউর রহমানের আদর্শ ধারন করে ছাত্রদল রাজনীতি করবে – শামিম তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *