মালয়েশিয়াতে ছারছীনা দরবার শরীফের মরহুম পীরের জীবন-কর্ম শীর্ষক আলোচনা

মালয়েশিয়াতে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর শাহ সুফী হযরত মাওঃ মুহাম্মদ মুহিব্বুল্লাহ (রহঃ) এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা এবং ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল।
প্রধান অতিথি হিসাবে ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন (মাঃজিঃ), গদ্দীনশীন পীরসাহেব, ছারছীনা দরবার শরীফ।

মালয়েশিয়াতে ছারছীনা
ছবি: নিজেস্ব

উক্ত উনুষ্ঠানে আরও আলোচনা করেন, আলহাজ্ব হাফেজ মাওঃ মোহাম্মদ বোরহানউদ্দিন ছালেহী মুহাদ্দীস, ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জনাব মোহাম্মদ নুরুল আমিন ও জনাব মোহাম্মদ আলতাব খান।

মালয়েশিয়াতে ছারছীনা
ছবি: নিজেস্ব

বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি অফ মালয়েশিয়া আয়োজিত এই ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিলের সভাপত হিসাবে ছিলেন ড.ফয়জুল হক। মালয়েশিয়ার কুয়ালালামপুর জি টাওয়ার হোটেল হলরুমে উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করেন, জনাব মোঃ নাসির উদ্দিন, জনাব রমজান আলী, জনাব মোঃ হুমায়ুন জনাব জাহাঙ্গীর হাওলাদার, জনাব গোলাম কবির, জনাব মিজান বেপারী জনাব জহিরুল ইসলাম জনি, জনাব মোঃ খোকন।

কুষ্টিয়া দৌলতপুরে adsPhoto
আপনার অনলাইন কেনা কাটায়: SOGUT BAZAR Online Shopping 

মালয়েশিয়াতে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর শাহ সুফী হযরত মাওঃ মুহাম্মদ মুহিব্বুল্লাহ (রহঃ) এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা এবং ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল।

আরও দেখুন: ইনসাফ ভিত্তিক সমাজ বির্ণিমানে তরুণদের করণীয় শীর্ষক “তারুণ্য সেমিনার ২০২৪”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *