রিপোর্টার: মো. আশরাফুল ইসলাম
বালুয়াকান্দি ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে সাধারণ সভা অনুষ্ঠিত।
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাধারণ সভা আজ শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার জনাব মাজেদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুরুজ মাষ্টার, মুন্সিগঞ্জ জেলার জামায়াতে ইসলামীর সুরা সদস্য। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. মারুফ বিল্লাহ, খতিব, আলমবাগ জামে মসজিদ, বাড্ডা, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক জনাব মো. হারুনউর রশিদ।
বক্তারা সভায় অন্যায় ও জুলুমের চিরস্থায়ী অবসান এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “আল্লাহর আইন এবং সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। সমাজ থেকে অন্যায় ও জুলুম দূর করতে হলে জনগণকে আরও সচেতন হতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত থেকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বালুয়াকান্দি ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে সাধারণ সভা অনুষ্ঠিত
For your online Shopping: SOTUT BAZAR , Visit Sogut Bazar Website: Sogutbazar.com.bd
আরও দেখুন:
আলোর পথে সামাজিক সংগঠনের উদ্যোগে নতুন বছরের আগম উপলক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচি
নতুন বছরের আগম উপলক্ষ্যে “আলোর পথে” সামাজিক সংগঠন গ্রামীণ দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াস নেওয়া হয়েছে।
কর্মসূচিটি অনুষ্ঠিত হয় গতকাল কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে। এ কর্মসূচির আওতায় গ্রামের অসহায় মানুষের মাঝে এক বেলার ভালো মানের খাবার বিতরণ করা হয়। সব দেখুন…