বরিশালে ঝুঁকিপূর্ণ অবস্থায় এ্য়ানেক্স ভবন

রিপোর্টার: শাফিন আহমেদ শিহাব, বরিশাল

বরিশালে ঝুঁকিপূর্ণ অবস্থায় এ্য়ানেক্স ভবন।

কুষ্টিয়া দৌলতপুরে adsPhoto

ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বরিশালের ঐতিহাসিক বিবির পুকুর পাড়ের এ্যানেক্স ভবনটি। গত ৫ আগস্ট আন্দোলনের সময় কোন একটি গ্রুপের অগ্নিসংযোগ এর কারণে ভবনটির জানালার গ্রিল, কাঁচ এসব নাজুক হয়ে যায়। ভবনের পাশের রাস্তাটিতে পড়ে থাকা কাঁচের টুকরো এক সপ্তাহের মধ্যে পরিষ্কারও করা হয়।

বরিশালে ঝুঁকিপূর্ণ
ছবি: নিজেস্ব। এ্যানেক্স ভবন।

তারপরও বর্তমানে বৃষ্টি ও ঝড়ো বাতাসের তীব্রতায় প্রায়ই জানালা থেকে রাস্তায় কাচের বড় বড় খন্ড পরে, যার ফলে রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। যেকোনো সময়ই চলাচল করা মানুষের উপর এগুলো পড়ে মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। আর তাই জনগনের মনে আতংকের সৃষ্টি হয়েছে।

আপনার অনলাইন কেনা কাটায়: সোগুত বাজার অনলাইন শপিং

বরিশালে ঝুঁকিপূর্ণ অবস্থায় এ্য়ানেক্স ভবন।

আরও দেখুন: র‌্যাবের অভিযানে বরিশাল জেলার গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার, মালয়েশিয়াতে ছারছীনা দরবার শরীফের মরহুম পীরের জীবন-কর্ম শীর্ষক আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *