সামাজিক যোগাযোগমাধ্যম ফেইজবুক ফের বন্ধ হলো আজ। এবার মোবাইল নেটওয়ার্কে ফেইজবুক বন্ধ করা হয়েছে। সাথে মোবাইল নেটওয়ার্ক দিয়ে বন্ধ থাকবে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।
প্রথম আলোর নিউজ থেকে জানা যায়, আজ শুক্রবার দুপুর সোয়া ১২ ঘটিকার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।
সব গ্রাহকের ক্ষেত্রে বন্ধ করতে সময় লাগে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।