আস-সুন্নাহ ফাউন্ডেশন পানিবন্দিদের জন্য বিতরণের জন্য প্রস্তুতকৃত ত্রাণ সাম্গ্রী বিতরণের জন্য বাংলাদেশ সেনা বাহিনীর কাছে তুলে দিয়েছে।
গতকাল ২৪ আগস্ট, আস-সুন্নাহ ফাউন্ডেশনে চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফেনীর মহিপালে অবস্থিত সেনা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ২ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজ হস্তান্তর করেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে জানানো হয়, এই ত্রাণ বাংলাদেশ সেনাাবাহিনীর হেলিকপ্টার এবং বোটের মাধ্যমে ফেনীর দুর্গম অঞ্চলে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, বৃহত্তর ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর বন্যার পানিতে প্লাবিত হলে পানিবন্দিদের মধ্যে নিয়মিত ত্রাণ সাম্গ্রী বিতরণ করে যাচ্ছে।