ত্বকের সমস্যা নয়, হতে পারে কিডনির অসুখ — চুলকানি ও সোরিয়াসিসকে হালকাভাবে দেখবেন না।
ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি, র্যাশ বা সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যাগুলো অনেক সময় চর্মরোগ নয়, বরং কিডনির সমস্যার লক্ষণও হতে পারে। এসব উপসর্গকে সাধারণ চর্মরোগ ভেবে যদি শুধু মলম বা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, তবে সমস্যার সমাধান তো হবে না, বরং রোগ আরও জটিল হতে পারে।

অনেকেই কিডনির অসুখ বলতে শুধু ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের রঙে পরিবর্তন বুঝে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে অনেক সময় এসব লক্ষণ না-ও দেখা যেতে পারে। বরং, হঠাৎ করে শরীরের ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি শুরু হওয়া বা ত্বকে আঁশ উঠার মতো লক্ষণ দেখা দিলেও তা কিডনির অসুখের ইঙ্গিত দিতে পারে।
For your online Shopping: SOTUT BAZAR , Visit Sogut Bazar Website: Sogutbazar.com.bd
‘ক্রনিক কিডনি ডিজিজ’ বা সিকেডি (CKD) নিয়ে দেশে উদ্বেগ বাড়ছে। ICMR-এর এক সমীক্ষায় দেখা গেছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে কিডনির রোগে আক্রান্তের হার ১১.১২% থেকে বেড়ে ১৬.৩৮% হয়েছে, যেখানে শিশুরাও ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর বহু মানুষ এই রোগে আক্রান্ত হন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা দেরিতে শনাক্ত হয়, কারণ অনেক উপসর্গ সাধারণ বলে ভুল করা হয়।

চিকিৎসকদের মতে, কিডনির রোগের অন্যতম উপসর্গ ‘প্রুরিটাস’ নামক এক ধরনের চুলকানি বা ত্বকজনিত সমস্যা, যা শরীরে অতিরিক্ত টক্সিন জমা বা প্রদাহের ফলে হয়। ‘ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন’ বলছে, কিডনির সমস্যার সঙ্গে এই প্রুরিটাসের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তাই এসব উপসর্গ দেখলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরও দেখুন: সাধারণ খাবার খেলেও হচ্ছে অম্বল? ভিজানো চিয়া বীজে মিলতে পারে সমাধান