কুষ্টিয়ায় বিজিবি বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের এলএসডি মাদক জব্দ

রিপোর্টার: ক্যাডেট ল্যান্স কর্পোরাল মাহদী মুজতাবা, কুষ্টিয়া জেলা স্কুল

কুষ্টিয়ায় বিজিবি বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের এলএসডি মাদক জব্দ।

গত ১৪.১২.২০২৪ তারিখে কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের এলএসডি মাদক জব্দ করে। রোববার বিকেলে কুষ্টিয়ার পোড়াদহ রেলষ্টেশন থেকে ঢাকাগামী যাত্রীবাহী বেনাপোলে এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

কুষ্টিয়ায় বিজিবি বিশেষ
ছবি: নিজেস্ব


বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুরর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয় , গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করেন তারা । এসময় ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে রাখা ১২বোতল (৫০ মিলির বোতল) এলএসডি জব্দ করতে তারা সক্ষম হন। যার আনুমানিক মূল্য ৬ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা।


এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানায় বিজিবি এর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কুষ্টিয়ায় বিজিবি বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের এলএসডি মাদক জব্দ।

আরও দেখুন: সেকেন্ড লেফটেন্ট্যানেন্ট হলেন হাটহাজারী সরকারি কলেজের মো. আবু তালেব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *