আজ থেকে রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে তিন দিন কারফিউ শিথিল করেছে সরকার।
গতকাল শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে গণমাধ্যমকে এ তথ্য জানান ।
জেনাব অপু , এসব জেলায় রোববার, সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করার বিষয় জানান।
এদিকে বাংলাদেশ ব্যাংক কারফিউর শিথিল হওয়ার সময়ের সাথে মিল রেখে ব্যাংক লেনদেনের সময়সূচিও সমন্বয় করেছে । দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে রোববার (২৮ জুলাই) থেকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
তিন দিন কারফিউর পর সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা হয়। লেনদেন চালু হওয়ায় বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
এর আগে দেশজুড়ে টানা পাঁচ দিন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে বন্ধ ছিল।
এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর গত বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিস চার ঘণ্টার জন্য খুলে দেয়া হয়।