কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রয়টার্স ও এএফপি জানায়, সোমবার রাতে কাতারের রাজধানী দোহা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিবিসি অ্যারাবিক, এক্সিওস নিউজের সূত্র উল্লেখ করে জানায়, এই হামলার লক্ষ্য ছিল কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি।
