আলোর পথে সামাজিক সংগঠনের উদ্যোগে নতুন বছরের আগম উপলক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচি

রিপোর্টার: মো. আশরাফুল ইসলাম

আলোর পথে সামাজিক সংগঠনের উদ্যোগে নতুন বছরের আগম উপলক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচি

নতুন বছরের আগম উপলক্ষ্যে “আলোর পথে” সামাজিক সংগঠন গ্রামীণ দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াস নেওয়া হয়েছে।

কর্মসূচিটি অনুষ্ঠিত হয় গতকাল কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে। এ কর্মসূচির আওতায় গ্রামের অসহায় মানুষের মাঝে এক বেলার ভালো মানের খাবার বিতরণ করা হয়।

কুষ্টিয়া দৌলতপুরে adsPhoto

সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, “নতুন বছর শুরু হোক সবার জন্য আনন্দময়। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”

স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের উদ্যোগ গ্রামীণ এলাকার দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা ‘আলোর পথে’ সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

সংগঠনের সদস্যরা আরও জানান, ভবিষ্যতে তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছেন

আলোর পথে সামাজিক সংগঠনের উদ্যোগে নতুন বছরের আগম উপলক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচি

আরও দেখুন: ২০২৫ সালের অঙ্গীকার: ভারতীয় পণ্য বর্জনের অগ্রাধিকার, ড. ইউনুস ও মদিজি: আত্মমর্যাদা বনাম সংকীর্ণ রাজনীতি

For your online Shopping: SOTUT BAZAR , Visit Sogut Bazar Website: Sogutbazar.com.bd

কুষ্টিয়া দৌলতপুরে adsPhoto

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *