আজ রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালনের প্রথম দিনে বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সারা বাংলাদেশে একযোগে অসহযোগ আন্দোলন পালনে বিভিন্ন সড়ক ও স্থানে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাদের সাথে অসংখ্য় সাধারণ মানুষ অংশ নেয়। সেখানে কিশোর, নারী, পুরুষসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেয় এই আন্দোলনে।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের আজকের একদফা দাবি প্রতিহত করতে মাঠে ছিল আওয়ামী লীগসহ তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন।
এ নিয়ে দিনভর সংঘর্ষে সারা দেশে ৪৮ জন নিহত হলেন। নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৪ জন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনসহ ৪৮ জন নিহত হয়েছেন।
সূত্র: প্রথম আলো।